⇓SCROLL DOWN TO READ THIS ARTICLE IN ENGLISH ⇓
মাত্র একবছর আগেই ভয়ঙ্কর গেম 'Blue Whale' সমস্ত বিশ্বের ঘুম কেড়ে নিয়েছিলো| এখন আবার আরেকটি ভয়ঙ্কর গেম গোটা বিশ্বের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে| এই গেমটির নাম হলো 'Momo'. এই মাসের প্রথম দিকে আর্জেন্টিনাতে একটি ১২ বছর বয়সী মেয়ে এই গেমটি খেলে মারা যায়| তারপর থেকেই আস্তে আস্তে এই গেমের কথা সবাই জানতে পারে| ভারতে এখন পর্যন্ত দুজনের অস্বাভাবিক মৃত্যর কারণ হিসাবে এই গেমকে দায়ী করা হচ্ছে| 'Blue Whale' এর মতোই এই গেমে কয়েকটি টাস্ক পূরণ করতে হয়, যার মধ্যে শেষেরটি হলো নিজের আত্মহত্যার ভিডিও রেকর্ড করা| এই গেমের লোগো হিসাবে একটি মেয়ের মুখের ছবি ব্যবহার করা হয় যার মুখটা অনেকটা পাখির মতো| মিদোরি হায়াশি নামে একজন জাপানি আর্টিস্ট এই ছবিটি ডিজাইন করেন| যদিও উনি এই গেমটির সাথে কোনোভাবেই জড়িত নন| এই গেমটির পিছনে কে বা কারা আছে তা এখনো পর্যন্ত জানা যায়নি| প্রথমে ফেসবুকের মাধ্যমে এই গেমটি ছড়িয়ে পড়ে| আর এখন এই গেমটি হোয়াটস্যাপ এর মধ্যেও ছড়িয়ে গেছে| তাই এখন বাড়ির বাচ্চাদের হাতে ফোন দেবেন না| হোয়াটস্যাপ বা ফেসবুকে যদি কোনো অজানা লিঙ্কে ক্লিক করতে বলা হয় তাহলে করবেন না| কোনো সাইট থেকে কোনো গেম খেলার আমন্ত্রন আসলে তা একসেপ্ট করবেন না| কোনো অজানা নম্বর থেকে যদি কোনো ফোন আসে এবং সেখান থেকে যদি কোনো অপশনে ক্লিক করতে বলে, তা হলে করবেন না| প্রয়োজনে নম্বরটিকে ব্লক করে দিন|
.............................................................................................................................
Few months ago, there was a game called 'Blue Whale', which became a danger to all over the world. Just few months later there is a new danger called 'Momo'. In the early August, a 12 years old girl from Argentina committed suicide by hanging herself. She was the first victim of this game. Since then everyone started to know about this game. This game is being blamed for the mysterious death of two people in India. The game is quite same as 'Blue Whale'. In this game the player has to complete a few tasks. The final task is to record the video of suicide. A photo of a girl who looks like a bird is using as the logo of this game. Midora Hayashi, a Japanese artist designed that image said that she is not associated with this game in any way. No one knows about the persons who designed this game. This "Momo Challenge' first started on facebook, but now the link of this game being circulated through whatsapp. Be safe and keep your family safe. Don't handover the phone to the children. If there is any unknown link on any social networking site, don't click on it. If any phone call comes from any unknown number and requesting you to click on any option, don't do it.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.