⇓SCROLL DOWN TO READ THIS ARTICLE IN ENGLISH ⇓
এরোপ্লেন কতদিন আগে তৈরী হয়েছিল? ১৯০৩ সালে রাইট ব্রাদার্স প্রথম এরোপ্লেন কে আকাশে উড়িয়ে দেখান| পাখির ডানার ডিজাইনের একটি মানুষচালিত গ্লাইডার এর নকশা তৈরী করেন লিওনার্ডো ভিঞ্চি, সাল ১৫০২| সেটা মানুষ চালিত একটা গ্লাইডার এর নকশা মাত্র, তাতে না ছিল কোনো ইঞ্জিন আর তার ডিজাইনও আধুনিক কোনো বিমানের মতো নয়| প্রথম যন্ত্রচালিত বিমানের নকশা তৈরী করেন ক্লিমেন্ট আদের, ১৮৮৬ সালে| এর থেকে বোঝা যাচ্ছে এই এরোপ্লেনে ব্যাপারটা মানুষের মাথায় ঢুকেছে আজ থেকে দু-তিনশো বছর আগে| তার আগে মানুষের মাথায় আসেনি যে মানুষ আকাশে উড়তে পারে| এবার আমি যদি বলি আজ থেকে দুহাজার বছর আগে মানুষ এরোপ্লেন এর ব্যাপারে জানতো| এটা কোনো কল্পবিজ্ঞান বা পৌরাণিক গল্পের ভিত্তিতে বলছি না, এর যথেষ্ট প্রমাণ আছে| এবার আসা যাক সেইসব ঐতিহাসিক প্রমানের দিকে| খ্রিস্টের জন্মের প্রায় একশো বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় ২২০০ বছর আগে দক্ষিণ আমেরিকা অঞ্চলে
একটি সভ্যতা গড়ে উঠেছিল যার নাম হলো কোয়েম্বায়া সভ্যতা| এই সভ্যতার মানুষ তাদের তৈরী সোনার জিনিসের জন্য খ্যাতিলাভ করেছিলো| এখানকার তৈরি সোনার বিভিন্ন মূর্তি খুবই উৎকৃষ্ট মানের হতো| এই সভ্যতার ধ্বংসাবশেষ থেকে এমন কিছু সামগ্রী পাওয়া যায় যাদেরকে আজকের এরোপ্লেনের পূর্বসূরী বলা চলে| হুবহু এরোপ্লেনের মতো দেখতে সামগ্রী একটা পাওয়া যায়নি, বিভিন্ন ডিজাইনের অনেকগুলি পাওয়া গিয়েছে| এগুলিকে শুধু ডিজাইন বললে ভুল বলা হবে, এগুলির ডিজাইন এতটাই কাৰ্যকৰী যে ১৯৯৪ সলে দুজন বিজ্ঞানী এগুলির থেকে মডেল এরোপ্লেন বানিয়ে দেখান যে এই মডেলের এরোপ্লেন উড়তে সক্ষম| এখন আশ্চর্যের কথা এই যে আজ থেকে ২২০০ বছর আগেকার মানুষ কি ভাবে আধুনিক এরোপ্লেনের এরকম নিখুঁত নকশা বানাতে সক্ষম হলো| এর উত্তর আজও অজানা|
............................................................................................................................
When an airplane was made for first time? In the year 1903, Wright Brothers invented and flew first airplane. Leonardo da Vinci made a sketch of an airplane based on birds in the year 1502. It was just a sketch of a glider which was dependent on manpower, there was no mention of engine in this sketch. In the year 1886 Clement Ader constructed a flying machine ran by a lightweight steam engine. So this airplane thing is not more older than 200-300 years. Before that no one don't even a thought of 'we cant fly'. But if I tell you that the people who lived in this earth in 1st century BCE, were aware of airplane. No, I am not telling you a mythological or a science-fiction story. It is real.
Lets take a look on this reality. More
than 2000 years ago there was a civilization in the South America, called The Quimbaya Civilization. The people of this civilization was famous for spectacular gold work characterized by detailed designs and technical accuracy. Some materials has been found from the ruins of this civilization which are looking like airplane. These crafts are not only just some crafts, they are very detailed and they has much more accuracy in design. In the year 1994 two scientist made some model airplane based on these designs. They said that these designs are so much accurate that they can fly. How does the people from a 2200 years old civilization know about the details of a airplane? The answer is till unknown to all.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.