Saturday, August 18, 2018

অটলবিহারী বাজপেয়ির সংক্ষিপ্ত জীবনপঞ্জি (Atalbihari Vajpayee's short life book)


         



কয়েকদিন আগে মারা গেলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী. আজ আমরা জানবো তার সংক্ষিপ্ত জীবনপঞ্জি.





১)  জন্ম-  ২৫শে ডিসেম্বর, ১৯২৪ সাল. গোয়ালিয়রের বেতশ্বর গ্রামে.

২) উচ্চশিক্ষা- আগ্রা বিশ্ববিদ্যালয় (M.A First Class, ১৯৪৭)

৩) ১৯৩৯ সালে রাজনীতিতে যোগদান

৪) ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করার জন্য ২৩ দিন হাজতবাস করেন

৫) ১৯৫১ তে তিনি ভারতীয় জনসঙ্ঘ গঠন করেন

৬) ১৯৫৭ এর লোকসভা নির্বাচনে বলরামপুর কেন্দ্র থেকে প্রথম নির্বাচিত হন

৭) প্রথম রাজ্যসভার সদস্য নির্বাচিত হন ১৯৬২ তে

৮) সরকারি Assurence কমিটির সভাপতি ছিলেন (১৯৬৬-৬৭)

৯) সরকারি গাণিতিক কমিটির সভাপতি ছিলেন (১৯৬৭-৭০)

১০) ১৯৭৫ সালে জাতীয় জরুরি অবস্থায় গ্রেপ্তার হওয়া দীর্ঘদিনব্যাপী কারাবরণ করেন

১১) ভারতীয় বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করেন (১৯৭৭-৭৯)

১২) ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করেন ১৯৮0 সালে




১৩) ১৯৯২ এ পদ্মভূষণ লাভ করেন

১৪) ১৯৯৬ সালে একক দলের নেতা হিসাবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী নিযুক্ত হন

১৫) কার্গিল যুদ্ধে জয়লাভ করেন ১৯৯৯ সালে

১৬) ২000 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সূত্রপাত

১৭) সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি গ্রহণ করেন ২00১ সালে

১৮) ২00২ সালে সন্ত্রাস বিরোধী আইন পাস করেন

১৯) ২00৫ সালে সক্রিয় রাজনীতি থেকে অবসর ঘোষণা করেন




২0) ২0১৫ সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন

২১) ১৬ই অগাস্ট ২0১৮ সালে তিনি ইহলোক ত্যাগ করেন

                                            

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

কোয়েম্বায়া সভ্যতার এরোপ্লেন রহস্য (Airplane Mystery of Quimbaya Civilization)

⇓ SCROLL DOWN TO READ THIS ARTICLE IN ENGLISH  ⇓ এরোপ্লেন কতদিন আগে তৈরী হয়েছিল?  ১৯০৩ সালে রাইট ব্রাদার্স প্রথম এরোপ্লেন কে আকাশে উড...