Saturday, September 1, 2018

কোয়েম্বায়া সভ্যতার এরোপ্লেন রহস্য (Airplane Mystery of Quimbaya Civilization)


SCROLL DOWN TO READ THIS ARTICLE IN ENGLISH 


এরোপ্লেন কতদিন আগে তৈরী হয়েছিল?  ১৯০৩ সালে রাইট ব্রাদার্স প্রথম এরোপ্লেন কে আকাশে উড়িয়ে দেখান|  পাখির ডানার ডিজাইনের একটি মানুষচালিত গ্লাইডার  এর নকশা তৈরী করেন লিওনার্ডো ভিঞ্চি, সাল ১৫০২|  সেটা মানুষ চালিত একটা গ্লাইডার এর নকশা মাত্র, তাতে না ছিল কোনো ইঞ্জিন আর তার ডিজাইনও আধুনিক কোনো বিমানের মতো নয়|  প্রথম যন্ত্রচালিত বিমানের নকশা তৈরী করেন ক্লিমেন্ট আদের, ১৮৮৬ সালে|  এর থেকে বোঝা যাচ্ছে এই এরোপ্লেনে ব্যাপারটা মানুষের মাথায় ঢুকেছে আজ থেকে দু-তিনশো বছর আগে|  তার আগে মানুষের মাথায় আসেনি যে মানুষ আকাশে উড়তে পারে|  এবার আমি যদি বলি আজ থেকে দুহাজার বছর আগে মানুষ এরোপ্লেন এর ব্যাপারে জানতো|  এটা কোনো কল্পবিজ্ঞান বা পৌরাণিক গল্পের ভিত্তিতে বলছি না, এর যথেষ্ট প্রমাণ আছে| এবার আসা যাক সেইসব ঐতিহাসিক প্রমানের দিকে|  খ্রিস্টের জন্মের প্রায় একশো বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় ২২০০ বছর আগে দক্ষিণ আমেরিকা অঞ্চলে
একটি সভ্যতা গড়ে উঠেছিল যার নাম হলো কোয়েম্বায়া সভ্যতা|  এই সভ্যতার মানুষ তাদের তৈরী সোনার জিনিসের জন্য খ্যাতিলাভ করেছিলো|    এখানকার তৈরি সোনার বিভিন্ন মূর্তি খুবই উৎকৃষ্ট মানের হতো|  এই সভ্যতার ধ্বংসাবশেষ থেকে এমন কিছু সামগ্রী পাওয়া যায় যাদেরকে আজকের এরোপ্লেনের পূর্বসূরী বলা চলে|  হুবহু এরোপ্লেনের মতো দেখতে সামগ্রী একটা পাওয়া যায়নি, বিভিন্ন ডিজাইনের অনেকগুলি পাওয়া গিয়েছে|  এগুলিকে শুধু ডিজাইন বললে ভুল বলা হবে, এগুলির ডিজাইন এতটাই কাৰ্যকৰী যে ১৯৯৪ সলে দুজন বিজ্ঞানী এগুলির থেকে মডেল এরোপ্লেন বানিয়ে দেখান যে এই মডেলের এরোপ্লেন উড়তে সক্ষম|  এখন আশ্চর্যের কথা এই যে আজ থেকে ২২০০ বছর আগেকার মানুষ কি ভাবে আধুনিক এরোপ্লেনের এরকম নিখুঁত নকশা বানাতে সক্ষম হলো|  এর উত্তর আজও অজানা|

............................................................................................................................

When an airplane was made for first time? In the year 1903, Wright Brothers invented and flew first airplane. Leonardo da Vinci made a  sketch of an airplane based on birds in the year 1502. It was just a sketch of a glider which was dependent on manpower, there was no mention of engine in this sketch. In the year 1886 Clement Ader constructed a flying machine ran by a lightweight steam engine. So this airplane thing is not more older than 200-300 years. Before that no one don't even a thought of 'we cant fly'. But if I tell you that the people who lived in this earth in 1st century BCE, were aware of airplane. No, I am not telling you a mythological or a science-fiction story. It is real.
Lets take a look on this reality. More
than 2000 years ago there was a civilization in the South America, called The Quimbaya Civilization. The people of this civilization was famous for spectacular gold work characterized by detailed designs and technical accuracy. Some materials has been found from the ruins of this civilization which are looking like airplane. These crafts are not only just some crafts, they are very detailed and they has much more accuracy in design. In the year 1994 two scientist made some model airplane based on these designs. They said that these designs are so much accurate that they can fly. How does the people from a 2200 years old civilization know about the details of a airplane? The answer is till unknown to all.

ভারতের সবথেকে ভুতুড়ে সমুদ্রসৈকত (The Most Haunted Beach in India)


SCROLL DOWN TO READ THIS ARTICLE IN ENGLISH 

সমুদ্রসৈকত মানেই আমরা জানি আনন্দ আর ছুটির জায়গা|   রোজকার জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে কয়েকদিন টাটকা বাতাস আর নীল সমুদ্রের হাতছানিতে সাড়া দিয়ে আমরা প্রায় সকলেই কোনো না কোনো সমুদ্রসৈকতে রওনা দিই|  সমুদ্রের টাটকা বাতাস জীবনের একাকীত্ব আর কষ্টগুলোকে অনেকটাই কমিয়ে দেয়| আচ্ছা, এমন কোনো সমুদ্রসৈকতের নাম শুনেছেন যেখানকার বাতাসের মধ্যেই মিশে আছে এক আশ্চর্য মনখারাপের অনুভূতি আর পরিবেশে মিশে রয়েছে অসংখ্য অতৃপ্ত আত্মার কান্না?  আজ আমরা জেনে নেব সেরকমই একটি সমুদ্রসৈকতের বিষয়ে|  গুজরাটের সুরাট হলো ভারতের একটি প্রাচীন সমুদ্রবন্দর|  সুরাট থেকে আরো ২১কিমি দক্ষিনে আরব সাগরের একটি সৈকত হলো 'দুমাস বিচ'|  যদিও এটি একটি বিখ্যাত পর্যটক কেন্দ্র, সারাদিন এখানে পর্যটকদের ভিড় থাকে, তা সত্বেও সূর্যাস্তের পর এই বিচে তেমন কাউকে দেখা যায় না|  তার কারণ এই বিচটি হলো ভারতের সব থেকে ভয়ঙ্কর বিচ|  এখানকার বালির রং বাকি বিচগুলির মতো সাদা নয়, এখানকার বালির রং কালো|  জনমত অনুযায়ী এই জায়গাটি আগে হিন্দুদের শ্মশান ছিল|  এখানেই মৃত্যুর পর হাজার হাজার শবদেহ দাহ করা হতো|  সেইসব
ছাই বালির সাথে মিশে বালির রং কালো হয়ে গিয়েছে|     সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই এই বিচ থেকে ভয়ঙ্কর সব আওয়াজ ভেসে আসে, বহু ছায়ামূর্তিকে বিচ এ বসে থাকতে দেখা যায়|  কখনো বা সাদা ছায়াকে বিচ এ হাঁটতে দেখা যায়|  লোকমতে, অতৃপ্ত আত্মারা এই বিচে সারারাত ধরে ঘুরে বেড়ায়|  রাত্রে এই বিচ দেখতে বেরিয়ে বহু পর্যটক নিখোঁজ হয়ে গিয়েছেন, এইসব ঘটনাগুলির সন্তোষজনক ব্যাখ্যা কারো কাছে নেই|  একবার এক পর্যটককে এই বিচে রহস্যজনকভাবে  মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়|  তার জিভটা আশ্চর্যজনকভাবে বাইরের দিকে বের করা ছিলো|  রাতের বেলা এই বিচে কুকুর ছাড়া অন্য কোনো প্রাণী তেমনভাবে দেখা যায় না|কখনো কখনো বিচের সমস্ত কুtকুর একদিকে মুখ করে আশ্চর্যজনকভাবে চিৎকার করতে থাকে|  এখানকার লোকেদের মতে কুকুরদের এই চিৎকার নাকি আত্মাদের আসার লক্ষণ|  ভারতের ১০টি সবথেকে ভয়ঙ্কর ভুতুড়ে জায়গার মধ্যে এই 'দুমাস বিচ' অন্যতম|

..............................................................................................................................

Sea beach stands for freshness and joyfulness. To get rid of all year round boredom we always arrange a trip plan to a beach or a hill station. Many of us loves beach. The fresh air of a beach is full with a lot of positive energy. But have you ever heard about a beach where you feel a strange negativeness and loneliness? Do you ever feel, wind of a beach full of the sighs of insatiable souls? Today we will know about this type of a horrible beach which made itself the most haunted  beach of India. In the state Gujrat, 21 km far from Surat, there is a beach of Arabian Sea called 'Dumas Beach'. Normally it is a popular tourist destination. Many tourists comes here everyday and they enjoy. But these everything happens in daytime. After sunset no one dare to go to the beach. Paranormal activities are getting increased with the time of night.
A lot of weird sounds
comes from the beach. Many people have seen some white figures walking around the beach. The color of this beach is also not normal like other beaches. Color of the sand is black, which made this beach more mysterious and horrible. According to folklore, many years ago this beach was a burial ground Hindus. Thousands of bodies are cremated here. The ashes of those bodies has been mixed with the sands. That is why the sands are black. Those insatiable ghosts roam here at night. Many people are missing from those tourists who dare to walk at night on this beach. No one ever found them. Dead body of a tourist was found on the beach. His tongue was popping out horribly. Sometime at night all dogs of this beach start barking continuously. The strange thing is they all faces in a particular direction. Local people says that it is the signal of ghost's presence. With this facts this haunted 'Dumas Beach' got a place in the top 10 haunted place in India.

Thursday, August 30, 2018

সাপেদের দ্বীপ (Snake Island)



 SCROLL DOWN TO READ THIS ARTICLE IN ENGLISH

'সাপেদের দ্বীপ', নামটা শুনেই কেমন একটা শিউরে ওঠার মতো অনুভূতি হয়|  আসলে পৃথিবীতে খুব কম মানুষই আছেন যারা এই প্রাণীটিকে ভয় পান না|  আজকে তেমনি একটি জায়গার কথা বলবো যেখানে শুধু এই প্রাণীটির বাস|  আপনি হয়তো ভাবতে পারেন এটা আবার নতুন কি, পৃথিবীর সব জায়গাতেই তো সা থাকে|  কেউ হয়তো ভাববেন ধুর এই তো সেদিন যে আমাদের বাড়ির পাশে একটা সা বেরিয়েছিল|  তাদের বলি ব্যাপারটা এতটাও সহজ নয়|  প্রথমে জানা যাক জায়গাটা কোথায়|  ব্রাজিলের সাও পাওলো থেকে ৩৩ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত 'কুইমাদা গ্রান্দে' নামের এই দ্বীপটি, যার আরেকটি নাম হলো 'সাপেদের দ্বীপ'|  দ্বীপটির মোট আয়তন মাত্র আধ বর্গকিলোমিটার|  দ্বীপটির আকৃতিও খানিকটা সাপের মতো|এখানেই বাস করে বিভিন্ন প্রজাতির সাপ|  যার মধ্যে একটি হলো ব্রাজিলের সব থেকে বিষধর সাপেদের মধ্যে একটি, 'গোল্ডেন ল্যান্সহেড'|  যার একটি কামড় মানুষের শরীরের মাংস পর্যন্ত গলিয়ে দিতে পারে| ১৯০৯ সালে পর্যটকদের জন্য দ্বীপের একটি উপকূলে ব্রাজিল সরকার একটি লাইটহাউস নির্মাণ করে|  ১৯20 সালে এই লাইটহাউস রক্ষণাবেক্ষণের জন্য যে পরিবারটি ছিল তারা সকলেই গোল্ডেন ল্যান্সহেড এর  কামড়ে মারা যান|
তারপর থেকেই এই দ্বীপটি
সাধারণের জন্য বন্ধ হয়ে যায়|  বর্তমানে এখানে সাপের সংখ্যা কত জানেন?           আনুমানিক ১০ হাজার| ঠিকই পড়ছেন মাত্র আধ বর্গকিলোমিটার জায়গায় ১০ হাজার সাপের বাস| অর্থাৎ প্রতি বর্গফুটে ৬টি করে সাপ|  এই দ্বীপ সর্বক্ষন ব্রাজিলের নৌসেনা পাহারা দেয়|
বিজ্ঞানী বা গবেষক ছাড়া ওই দ্বীপে ঢোকার অনুমতি কারোর নেই|  ব্রাজিলের নৌসেনার বিশেষ অনুমতি ছাড়া গবেষকদেরও  ওই দ্বীপে প্রবেশ নিষেধ|

.........................................................................................................................................

'Snake Island', the name of the Island is indicating something dangerous. It is true that very few of us don't afraid of snake. Today I'm going to tell you about a place which is called the paradise of snake. Some people are thinking that what is the specialty of this place, cause you will get snakes in the every part of this planet. You guys please read this article till the end. There is an island in the Atlantic Ocean called 'Quimada Grande' which located 33 km away from Sao Paulo, Brazil. Nickname of this island is 'Snake Island'. The total area of this island is just half square kilometer. The shape of this island matches with the shape of a snake. Various kind of snakes lives here. It is also the home of World's one of the most venomous snake 'Golden Lancehead'. Just one bite of this snake can melt the flesh of a human body. In the year 1909 the Government of Brazil made a lighthouse in this island for travelers. They appointed a family to maintain the lighthouse. In the year 1920, the whole family died of Golden Lancehead bite. From that day, the
whole island has been closed for the visitors. Do you know how many snakes live in there? The number is around 10 thousand. That means 6 snakes in every square feet. The Brazilian Navy always kept there eye in this island. There is only scientists can go to the island for research purpose. But they have to take permission for this from the Brazilian Navy.

Tuesday, August 28, 2018

'Blue' হোয়েলের পর এবার 'Momo' আতঙ্ক (After 'Blue Whale', 'Momo' is the New Threat)


SCROLL DOWN TO READ THIS ARTICLE IN ENGLISH 


মাত্র একবছর আগেই ভয়ঙ্কর গেম 'Blue Whale' সমস্ত বিশ্বের ঘুম কেড়ে নিয়েছিলো|  এখন আবার আরেকটি ভয়ঙ্কর গেম গোটা বিশ্বের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে|  এই গেমটির নাম হলো 'Momo'. এই মাসের প্রথম দিকে আর্জেন্টিনাতে একটি ১২ বছর বয়সী মেয়ে এই গেমটি খেলে মারা যায়|  তারপর থেকেই আস্তে আস্তে এই গেমের কথা সবাই জানতে পারে|  ভারতে এখন পর্যন্ত দুজনের অস্বাভাবিক মৃত্যর কারণ হিসাবে এই গেমকে দায়ী করা হচ্ছে| 'Blue Whale' এর মতোই এই গেমে কয়েকটি টাস্ক পূরণ করতে হয়, যার মধ্যে শেষেরটি হলো নিজের আত্মহত্যার ভিডিও রেকর্ড করা|  এই গেমের লোগো হিসাবে একটি মেয়ের মুখের ছবি ব্যবহার করা হয় যার মুখটা অনেকটা পাখির মতো|  মিদোরি হায়াশি নামে একজন জাপানি আর্টিস্ট এই ছবিটি ডিজাইন করেন|  যদিও উনি এই গেমটির সাথে কোনোভাবেই জড়িত নন|  এই গেমটির পিছনে কে বা কারা আছে তা এখনো পর্যন্ত জানা যায়নি|  প্রথমে ফেসবুকের মাধ্যমে এই গেমটি ছড়িয়ে পড়ে| আর এখন এই গেমটি হোয়াটস্যাপ এর মধ্যেও ছড়িয়ে গেছে|  তাই এখন বাড়ির বাচ্চাদের হাতে ফোন দেবেন না|  হোয়াটস্যাপ বা ফেসবুকে যদি কোনো অজানা লিঙ্কে ক্লিক করতে বলা হয় তাহলে করবেন না|  কোনো সাইট থেকে কোনো গেম খেলার আমন্ত্রন আসলে তা একসেপ্ট করবেন না|  কোনো অজানা নম্বর থেকে যদি কোনো ফোন আসে এবং সেখান থেকে যদি কোনো অপশনে ক্লিক করতে বলে, তা হলে করবেন না| প্রয়োজনে নম্বরটিকে ব্লক করে দিন|

.............................................................................................................................


Few months ago, there was a game called 'Blue Whale', which became a danger to all over the world. Just few months later there is a new danger called 'Momo'. In the early August, a 12 years old girl from Argentina committed suicide by hanging herself. She was the first victim of this game. Since then everyone started to know about this game. This game is being blamed for the mysterious death of two people in India. The game is quite same as 'Blue Whale'. In this game the player has to complete a few tasks. The final task is to record the video of suicide. A photo of a girl who looks like a bird is using as the logo of this game. Midora Hayashi, a Japanese artist designed that image said that she is not associated with this game in any way. No one knows about the persons who designed this game. This "Momo Challenge' first started on facebook, but now the link of this game being circulated through whatsapp. Be safe and keep your family safe. Don't handover the phone to the children. If there is any unknown link on any social networking site, don't click on it. If any phone call comes from any unknown number and requesting you to click on any option, don't do it.

Monday, August 27, 2018

পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য (The Mystery of Jagannath Temple, Puri)


 SCROLL DOWN TO READ THIS ARTICLE IN ENGLISH

পুরীর জগন্নাথ মন্দির হলো হিন্দুদের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে পবিত্র মন্দিরগুলির মধ্যে অন্যতম|  প্রতি বছর রথযাত্রার সময় এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়|  এই মন্দিরের পূজিত জগন্নাথদেবের দর্শন করতে সারাবছরই এখানে জনসমাগম ঘটে|  এই বিশাল মন্দির কে নিয়ে এমন বহু ঘটনা আছে যার ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ করতে পারেননি|  আসুন জেনে নেয়া যাক জগন্নাথদেবের মন্দিরের এমনই কিছু অমীমাংসিত ঘটনা সম্পর্কে|  

১) মন্দিরের মাথায় থাকা পতাকাটি সর্বদা হাওয়ার বিপরীত দিকে ওড়ে|

২) গোটা পুরীতে যেখানেই আপনি থাকবেন সর্বদাই দেখবেন মন্দিরের উপরের সুদর্শন চক্রটির মুখ আপনার দিকে হয়ে রয়েছে|


৩) মন্দিরের উপর দিয়ে কোনো এরোপ্লেন বা পাখি উড়তে পারে না|

৪) মন্দিরের প্রধান গম্বুজটির কোনো ছায়া পড়েনা|

৫) এই মন্দিরের ভোগঘরে (রান্নাঘর) প্রতি বছর একই পরিমাণ রান্না করা হয় অথচ কখনো এখানকার খাবারের অভাব পরেনা বা কোনো খাবার নষ্ট হয়না|

৬) এখানে উনুনের উপর পর পর ৭টি হাঁড়ি সাজিয়ে রান্না করা হয়|  অর্থাৎ উনুনের উপর একটি হাঁড়ি চাপানো হলো, সেই হাঁড়ির উপর একটি হাঁড়ি, এভাবে ৭টি হাঁড়ি সাজানো হয়|  রান্না হবার সময় সবচেয়ে উপরের হাঁড়িটির রান্না সবচেয়ে প্রথমে হয় ও সবচেয়ে নিচের হাঁড়িটির রান্না সবচেয়ে শেষে হয়|

............................................................................................................................................

India is a land of culture. There is a lot of architectures, monuments and temples are there. Today we will know about a temple which is in Puri. Puri is a city which is one of the most culturally rich city of Odisha. The temple is called Jagannathdeb's Temple. It is one of the oldest and most sacred temples of the Hindus. Millions of people gather each year during the Rathyatra. Every year a lot of  hindu philgrimage comes here for the visit of Jagannatha Deva, the worshiper of this temple. There is some mysteries around this great temple. Those mysteries are unsolved till today. But the great thing is these mysteries are open to all. Everyone can see these mysteries if he/she travels to Puri. Lets take a look on those thousand years old mysteries.

1) The flag always flaps in a direction opposite to the direction which the wind is blowing.

2) Gaze from any place in Puri, you will always find Sudarshan (chakra at the top of the temple)
facing you.

3) Birds or planes do not fly above the temple.

4) The quantity of cooked food remains same through the entire year. The same 'Prasad' can feed whatever the number of devotees -a thousand or a million. It never gets wasted.

5) The shadow of the main dome is invisible at any time of day.

6) In the temple kitchen, seven pots are kept on top of each other and cooked on firewood. In this process, the contents of the top pot get cooked first. The pot kept in the bottom cooked at last.

Thursday, August 23, 2018

৫০০০ বছর ধরে জীবিত একজন যোদ্ধার কাহিনী (The story of a warrior who is alive for 5000 years)


 SCROLL DOWN TO READ THIS ARTICLE IN ENGLISH



কেউ কি কখনো ৫০০০ বছর ধরে বেঁচে থাকতে পারে?  বিজ্ঞান বলছে অসম্ভব, অথচ কানপুরের অন্তর্গত শিবরাজপুরের বহু মানুষ বলছেন সম্ভব এখানকার একটি জঙ্গলে বহু মানুষ বহু বার অশ্বত্থামাকে দেখেছেন|  হ্যাঁ ঠিক যে পড়ছেন, অশ্বত্থামা, যার কথা আমরা মহাভারতে পড়েছি | যারা জানেন না অশ্বত্থামা কে, তাদের উদ্দেশ্যে বলি, অশ্বত্থামা মহাভারতের একজন বীর যোদ্ধা ছিলেন|  তা সত্বেও  বিশেষ কারণবশত তিনি দ্রোপদীর ৫ জন শিশুপুত্রকে হত্যা করেছিলেন|  তার এই পাপের শাস্তি হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন যে চির অমর হয়ে এই মর্ত্যলোকের যন্ত্রনা সহ্য করবেন|  সেই থেকে অশ্বত্থামা চির অমর হয়ে এই মর্তলোকে অবস্থান করছেন|  এতো গেলো পৌরাণিক কথা, এবার দেখা যাক এর সাথে বাস্তবের কতটা মিল রয়েছে|  শিবরাজপুরের খেরেশ্বর মন্দির হলো সেখানকার বিখ্যাত একটি শিবমন্দির|  এখানকার আরো বড় একটি পরিচয় হলো যে এটা অশ্বত্থামার জন্মস্থান|  অশ্বত্থামা এই মন্দিরে প্রতি রাতে এসে শিবপূজা করে ভোর হওয়ার আগেই চলে যান|  মন্দিরের তিনদিক ঘন জঙ্গলে আবৃত, আর একদিকে গঙ্গা|  সারাদিন
এই মন্দিরে ভক্ত সমাগম থাকলেও সন্ধ্যের পর এখানে আর কেউ থাকেনা|  সকলেই জানেন যে এই মন্দিরে রাতে অশ্বত্থামা আসেন পূজা করতে, সকালে মন্দিরের দরজা খোলার পর তা প্রমানও পাওয়া যায়|  সকালে উঠে যখন প্রধান পূজারী দরজা খোলেন তিনি রোজই সেখানে পুজোর ফুল চাল বা গঙ্গাজল দেখতে পান|  ঘটনার সত্য মিথ্যা যাচাই করতে একবার একটি জনপ্রিয় নিউজ চ্যানেল থেকে বেশ করেকজন রিপোর্টার এখানে আসেন|  তারা গোটা মন্দিরের চারদিকে ক্যামেরা লাগিয়ে রাখেন ও ৫ জন মিলে সারারাত ক্যামেরা নিয়ে মন্দিরের বাইরে জেগে থাকেন|  রাতের বেলা মন্দিরের পূজারী মন্দিরের দরজা বন্ধ করে চাবি রিপোর্টার এর হাতে দেন|  ওই ৫জন রিপোর্টের সারা রাত জেগে কিছুই দেখতে পাননি|  সকালে পুনরায় পূজারী এসে রিপোর্টারের হাত থেকে চাবি নিয়ে দরজা খোলেন|  সেখানকার অবস্থা দেখে রিপোর্টার তাজ্জব হয়ে যান|  রাতের বেলা মন্দিরের দরজা বন্দ করার আগে তারা যেরকম দেখে গিয়েছিলেন সকালে সেখানকার অবস্থা সম্পূর্ণ আলাদা|  পরিষ্কার বোঝা যাচ্ছে রাত্রে কেউ এসে পুজো করে গিয়েছেন|  সেই রিপোর্টে নিজেও স্বীকার করেছেন এই ঘটনার কোনো ব্যাখ্যা তার কাছে নেই|  তিনি এই গোটা ঘটনার ভিডিও ইন্টারনেটে আপলোডও করেছেন|  তাই ৫০০০ বছর ধরে অশ্বত্থামার জীবিত থাকার কাহিনী হেসে উড়িয়ে দেবার মতো বিষয় যে নয় তা এই ঘটনায় পরিস্কার হয়ে গিয়েছে|  আর কানপুর সহ গোটা ভারতের কোটি কোটি মানুষ আজও মজে রয়েছেন এই প্রাচীন গাথায়|
.........................................................................................................................................

Is it possible that someone is alive  for 5000 years? According to science it is impossible, but if u ask the people of Kanpur, they will say that it is possible. Kanpur is a city in India. There is a place in Kanpur which is called Shivrajpur. In this place Aswathama was born. If you don't know about Aswathama, don't worry, I am going to tell you that. Aswathama is an Indian mythological character. According to Mahabharata, Aswathama was a great warrior. But for some reason, he murdered 5 children of Drapadi while they were sleeping. Lord Krishna cursed him for his sins.  Aswathama will be immortal. He will tolerate all the pains of earth for his lifetime. We all know these are the myths. Lets see how much it is closer to truth. There is a temple in Shivrajpur called Khereswar Temple. It is a temple of Lord Shiva. People of Shivrajpur believe that in that temple Aswathama worship Lord Shiva at every night. Thats why no one stays in the temple at night. There is a jungle near that temple. Many people saw Aswathama in that jungle for many times. The priest of that temple also told that Aswathama worship Lord Shiva at night and leaves the
temple before dawn. To know the truth a popular news channel of India decided to investigate the truth. The reporters sent by the channel decided to spent a night at the temple premises. The installed some cameras in the temple. The reporters check the whole temple and then the priest closed the door of the temple and handover the keys to a reporter. Then the whole team of that channel waited in the temple premises just outside the door of the Lord Shiva's room holding the key. They stayed awake all night but they saw no one. In the morning the priest came back and took the keys. Then he opened the door. There was clear signs of worship which was not in there at last night. The reporters became speechless. They told that they had no explanations. They recorded the whole video and uploaded it to the internet. With this proof the myth of 5000 years old warrior is till alive in the heart of million peoples in India.

Wednesday, August 22, 2018

পরপর কন্যাসন্তান জন্ম দেওয়ার 'অপরাধে' খুন (Woman murdered for giving birth of a girl child)

 SCROLL DOWN TO READ THIS ARTICLE IN ENGLISH

এই একুশ শতকে দাঁড়িয়ে আমরা 

যতই মেয়েদের নিরাপত্তা নিয়ে কথা 

বলি আসলে এখনও মেয়েরা 

সেই নিরাপত্তাহীনতার মধ্যেই 

রয়েছে|  আজকের দিনে যখন 

নারীরা পুরুষদের থেকেও অনেক  

ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, সেখানে এমন 

একটি ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, 


দুৰ্ভাগ্যজনকও বটে|  বলতে খারাপ লাগছে যে ঘটনাটি আমাদের ভারতেই থুড়ি আমাদের এই 

পশ্চিমবঙ্গেই ঘটেছে|  মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বাসিন্দা সুমিত্রা মন্ডল এর আগে দুটি

কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন|  তখন  থেকেই তার উপরে শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে

তার শ্বশুরবাড়ির লোকজন|  বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেয়া হতে থাকে|  বেশ

কয়েকবার বাপের বাড়ি থেকে টাকা এনে শ্বশুরবাড়ির লোকেদের হাতে দিয়েছিলেন

সুমিত্রা|  তৃতীয়বার কন্যাসন্তান হতেই শশুর বাড়ির লোকেরা অত্যাচারের পরিমান বাড়িয়ে দেয়, আরো

 বেশি টাকা নিয়ে আসতে বলে| সেই প্রস্তাবে রাজী না হওয়ায় নয় মাসের ঘুমন্ত শিশু সহ সুমিত্রা

কে কেরোসিন ঢেলে নৃশংসভাবে পুড়িয়ে মারলো তার শ্বশুরবাড়ির  লোকজন| মাস তিনেক আগে

সুমিত্রা কে তার বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা আনার জন্য চাপ দিতে থাকে তার স্বামী তাপস,

সুমিত্রা রাজি হন নি|  এই নিয়ে অশান্তি চরমে ওঠে|  গত রবিবার সকাল যা তাকে মারধর করা

হয়| তাতেও রেহাই পান নি সুমিত্রা| সন্ধ্যাবেলা যখন কোলে করে নয় মাসের মেয়েকে নিয়ে শুয়ে

ছিলেন, তখন বিছানায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়

 শ্বশুরবাড়ির লোকজন| গোটা ঘর দাউদাউ করে জ্বলতে থাকে| বাচ্চাকে কোলে নিয়ে চিৎকার করতে

 থাকেন সুমিত্রা| তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি

করেন| সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন| ঘটনার পর থেকে তার স্বামী ও

শ্বশুর-শ্বাশুড়ী পলাতক|


In this 21st century we always talk about safety of girls. Now a days women have done more progress than men in some fields. But today I am going to share a news. I feel ashamed of, cause this thing happened in India and in our state West Bengal. A women named Sumitra Mondal and her nine months old child has been killed by her husband and in-laws. The reason behind this murder is that Sumitra become pregnant for three times and she gave birth of 
a girl child each time. After first two times her in-laws tortured her physically and mentally. In-laws forced her to giving money to them. She took money from her parents and gave that money to her in-laws twice. Before three months when she gave birth of her third girl child, her husband and in-laws again forced her to giving 50000 rupees to them. She ignored that. last Sunday morning she was beaten by the in-laws. in that day evening she was sleeping with her nine years old child. Then her husband and in laws put the bed on fire and locked the door from outside and leave the house. When neighbors hospitalized them, they were already dead. Her husband and in-laws are still missing.

Monday, August 20, 2018

নভজ্যোৎ সিং সিধুর মৃত্যুদন্ডের দাবি (Navjot Singh Sidhu's death sentence)

 SCROLL DOWN TO READ THIS ARTICLE IN ENGLISH


গত কয়ে কদিন ধরে বিতর্ক পিছু ছাড়ছে না নভজ্যোৎ সিং সিধুর|  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিধু|  শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান কামার বাজওয়াকে আলিঙ্গন করেন তিনি|  এই কারণেই একটি জনপ্রিয় পার্টির সংখ্যালঘু মোর্চা তার মৃত্যুদণ্ডের দাবি জানালো|  তাদের নেতার মতে- "দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ির শেষকৃত্যে যোগ দেবার থেকে ইমরানের শপথগ্রহনে যোগ দেয়া তা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল সিধুর, এসব লোকের এই দেশে থাকার কোনো অধিকার নেই, এসব মানুষ হলো দেশদ্রোহী|" সিধু  অবশ্য বলেন, "এটা শান্তির সময়, এটাই আমার স্বপ্ন"|

                                   



Over the past few days the debate has not been left Navjot Sing Sidhu. Sidhu attended the swearing ceremony of Pakistan's Prime Minister Imran khan. Not only that, in that ceremony he hugged
Pakistan's Army Chief  Kamar Bawja. For this reason, a popular party's minority Morcha claim for his death sentence. 
According to the Chief of that party, "Mr. Sidhu thought that attending a Pakistani Prime Minister's swearing ceremony is more important than attending funeral of late Vajpayee, the former Prime Former Minister of India. These people have no right to live in this country. These people are traitors." Sidhu said- "This is the time to bring peace in both country, it is my dream".

Sunday, August 19, 2018

ভয়ঙ্কর বন্যায় ভাসছে কেরালা, জেনে নিন কি ভাবে ঘরে বসে সাহায্য করবেন (Kerala floods. Contribute from home)


  

  SCROLL DOWN TO READ THIS ARTICLE IN ENGLISH

গত কয়েকদিন ধরে ভয়ঙ্কর বন্যায় ভাসছে গোটা কেরালা|  সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৩৫৭

জন প্রাণ হারিয়েছেন|  ৯০৬৪০০ হেক্টর চাষের জমি জলের তলায়|  মোট ক্ষতির পরিমান ১৯৫২০ 

কোটি টাকা|  সরকার ৩৯ টি বাঁধের মধ্যে ৩৫ টি বাঁধের গেট খুলে দিতে বাধ্য হয়েছে, যার জন্য আরো 

ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে|  ভারতীয় সেনা তাদের উদ্ধারকার্য চালাচ্ছে|  প্রধানমন্ত্রী বন্যা তহবিলে 

৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন|  PayTm, গুগল, আমাজন, ফ্লিপকার্ট, মতো কোম্পানি গুলি 

বন্যাত্রাণের কাজে সাহায্য করছে|  আপনিও যদি এই ত্রাণ তহবিলে কিছু সাহায্য করতে চান তা হলে 

এই একাউন্ট এ নিজের মতো সাহায্য করতে পারেন -

Account name: Chief Minister's Distress Relief Fund
Account number: 67319948232
Bank: State Bank of India
IFSC: SBIN0070028
SWIFT code: SBININBBT08
.            ⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼⇼
Over the past few days, the entire Kerala is flooding with deadly floods. According to government estimates, 351 peoples have lost their lives so far. The state was forced to throw open the gates of 35 of its 39 dams, for which the more horrible situation has arisen.
Indian soldiers are rescuing the victims. The Prime Minister has allocated Rs- 500 crore to the flood fund. Companies such as Paytm, Google, Amazon, Flipkart, are helping in flood relief. You can also help the flood victims donating some funds to 'The Chief Minister's Distress Relief Fund'. Here is the datails- 
Account name: Chief Minister's Distress Relief Fund
Account number: 67319948232
Bank: State Bank of India
IFSC: SBIN0070028
SWIFT code: SBININBBT08
              ⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫⧫

Saturday, August 18, 2018

অটলবিহারী বাজপেয়ির সংক্ষিপ্ত জীবনপঞ্জি (Atalbihari Vajpayee's short life book)


         



কয়েকদিন আগে মারা গেলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী. আজ আমরা জানবো তার সংক্ষিপ্ত জীবনপঞ্জি.





১)  জন্ম-  ২৫শে ডিসেম্বর, ১৯২৪ সাল. গোয়ালিয়রের বেতশ্বর গ্রামে.

২) উচ্চশিক্ষা- আগ্রা বিশ্ববিদ্যালয় (M.A First Class, ১৯৪৭)

৩) ১৯৩৯ সালে রাজনীতিতে যোগদান

৪) ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করার জন্য ২৩ দিন হাজতবাস করেন

৫) ১৯৫১ তে তিনি ভারতীয় জনসঙ্ঘ গঠন করেন

৬) ১৯৫৭ এর লোকসভা নির্বাচনে বলরামপুর কেন্দ্র থেকে প্রথম নির্বাচিত হন

৭) প্রথম রাজ্যসভার সদস্য নির্বাচিত হন ১৯৬২ তে

৮) সরকারি Assurence কমিটির সভাপতি ছিলেন (১৯৬৬-৬৭)

৯) সরকারি গাণিতিক কমিটির সভাপতি ছিলেন (১৯৬৭-৭০)

১০) ১৯৭৫ সালে জাতীয় জরুরি অবস্থায় গ্রেপ্তার হওয়া দীর্ঘদিনব্যাপী কারাবরণ করেন

১১) ভারতীয় বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করেন (১৯৭৭-৭৯)

১২) ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করেন ১৯৮0 সালে




১৩) ১৯৯২ এ পদ্মভূষণ লাভ করেন

১৪) ১৯৯৬ সালে একক দলের নেতা হিসাবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী নিযুক্ত হন

১৫) কার্গিল যুদ্ধে জয়লাভ করেন ১৯৯৯ সালে

১৬) ২000 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সূত্রপাত

১৭) সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি গ্রহণ করেন ২00১ সালে

১৮) ২00২ সালে সন্ত্রাস বিরোধী আইন পাস করেন

১৯) ২00৫ সালে সক্রিয় রাজনীতি থেকে অবসর ঘোষণা করেন




২0) ২0১৫ সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন

২১) ১৬ই অগাস্ট ২0১৮ সালে তিনি ইহলোক ত্যাগ করেন

                                            

কোয়েম্বায়া সভ্যতার এরোপ্লেন রহস্য (Airplane Mystery of Quimbaya Civilization)

⇓ SCROLL DOWN TO READ THIS ARTICLE IN ENGLISH  ⇓ এরোপ্লেন কতদিন আগে তৈরী হয়েছিল?  ১৯০৩ সালে রাইট ব্রাদার্স প্রথম এরোপ্লেন কে আকাশে উড...