Saturday, September 1, 2018

কোয়েম্বায়া সভ্যতার এরোপ্লেন রহস্য (Airplane Mystery of Quimbaya Civilization)


SCROLL DOWN TO READ THIS ARTICLE IN ENGLISH 


এরোপ্লেন কতদিন আগে তৈরী হয়েছিল?  ১৯০৩ সালে রাইট ব্রাদার্স প্রথম এরোপ্লেন কে আকাশে উড়িয়ে দেখান|  পাখির ডানার ডিজাইনের একটি মানুষচালিত গ্লাইডার  এর নকশা তৈরী করেন লিওনার্ডো ভিঞ্চি, সাল ১৫০২|  সেটা মানুষ চালিত একটা গ্লাইডার এর নকশা মাত্র, তাতে না ছিল কোনো ইঞ্জিন আর তার ডিজাইনও আধুনিক কোনো বিমানের মতো নয়|  প্রথম যন্ত্রচালিত বিমানের নকশা তৈরী করেন ক্লিমেন্ট আদের, ১৮৮৬ সালে|  এর থেকে বোঝা যাচ্ছে এই এরোপ্লেনে ব্যাপারটা মানুষের মাথায় ঢুকেছে আজ থেকে দু-তিনশো বছর আগে|  তার আগে মানুষের মাথায় আসেনি যে মানুষ আকাশে উড়তে পারে|  এবার আমি যদি বলি আজ থেকে দুহাজার বছর আগে মানুষ এরোপ্লেন এর ব্যাপারে জানতো|  এটা কোনো কল্পবিজ্ঞান বা পৌরাণিক গল্পের ভিত্তিতে বলছি না, এর যথেষ্ট প্রমাণ আছে| এবার আসা যাক সেইসব ঐতিহাসিক প্রমানের দিকে|  খ্রিস্টের জন্মের প্রায় একশো বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় ২২০০ বছর আগে দক্ষিণ আমেরিকা অঞ্চলে
একটি সভ্যতা গড়ে উঠেছিল যার নাম হলো কোয়েম্বায়া সভ্যতা|  এই সভ্যতার মানুষ তাদের তৈরী সোনার জিনিসের জন্য খ্যাতিলাভ করেছিলো|    এখানকার তৈরি সোনার বিভিন্ন মূর্তি খুবই উৎকৃষ্ট মানের হতো|  এই সভ্যতার ধ্বংসাবশেষ থেকে এমন কিছু সামগ্রী পাওয়া যায় যাদেরকে আজকের এরোপ্লেনের পূর্বসূরী বলা চলে|  হুবহু এরোপ্লেনের মতো দেখতে সামগ্রী একটা পাওয়া যায়নি, বিভিন্ন ডিজাইনের অনেকগুলি পাওয়া গিয়েছে|  এগুলিকে শুধু ডিজাইন বললে ভুল বলা হবে, এগুলির ডিজাইন এতটাই কাৰ্যকৰী যে ১৯৯৪ সলে দুজন বিজ্ঞানী এগুলির থেকে মডেল এরোপ্লেন বানিয়ে দেখান যে এই মডেলের এরোপ্লেন উড়তে সক্ষম|  এখন আশ্চর্যের কথা এই যে আজ থেকে ২২০০ বছর আগেকার মানুষ কি ভাবে আধুনিক এরোপ্লেনের এরকম নিখুঁত নকশা বানাতে সক্ষম হলো|  এর উত্তর আজও অজানা|

............................................................................................................................

When an airplane was made for first time? In the year 1903, Wright Brothers invented and flew first airplane. Leonardo da Vinci made a  sketch of an airplane based on birds in the year 1502. It was just a sketch of a glider which was dependent on manpower, there was no mention of engine in this sketch. In the year 1886 Clement Ader constructed a flying machine ran by a lightweight steam engine. So this airplane thing is not more older than 200-300 years. Before that no one don't even a thought of 'we cant fly'. But if I tell you that the people who lived in this earth in 1st century BCE, were aware of airplane. No, I am not telling you a mythological or a science-fiction story. It is real.
Lets take a look on this reality. More
than 2000 years ago there was a civilization in the South America, called The Quimbaya Civilization. The people of this civilization was famous for spectacular gold work characterized by detailed designs and technical accuracy. Some materials has been found from the ruins of this civilization which are looking like airplane. These crafts are not only just some crafts, they are very detailed and they has much more accuracy in design. In the year 1994 two scientist made some model airplane based on these designs. They said that these designs are so much accurate that they can fly. How does the people from a 2200 years old civilization know about the details of a airplane? The answer is till unknown to all.

ভারতের সবথেকে ভুতুড়ে সমুদ্রসৈকত (The Most Haunted Beach in India)


SCROLL DOWN TO READ THIS ARTICLE IN ENGLISH 

সমুদ্রসৈকত মানেই আমরা জানি আনন্দ আর ছুটির জায়গা|   রোজকার জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে কয়েকদিন টাটকা বাতাস আর নীল সমুদ্রের হাতছানিতে সাড়া দিয়ে আমরা প্রায় সকলেই কোনো না কোনো সমুদ্রসৈকতে রওনা দিই|  সমুদ্রের টাটকা বাতাস জীবনের একাকীত্ব আর কষ্টগুলোকে অনেকটাই কমিয়ে দেয়| আচ্ছা, এমন কোনো সমুদ্রসৈকতের নাম শুনেছেন যেখানকার বাতাসের মধ্যেই মিশে আছে এক আশ্চর্য মনখারাপের অনুভূতি আর পরিবেশে মিশে রয়েছে অসংখ্য অতৃপ্ত আত্মার কান্না?  আজ আমরা জেনে নেব সেরকমই একটি সমুদ্রসৈকতের বিষয়ে|  গুজরাটের সুরাট হলো ভারতের একটি প্রাচীন সমুদ্রবন্দর|  সুরাট থেকে আরো ২১কিমি দক্ষিনে আরব সাগরের একটি সৈকত হলো 'দুমাস বিচ'|  যদিও এটি একটি বিখ্যাত পর্যটক কেন্দ্র, সারাদিন এখানে পর্যটকদের ভিড় থাকে, তা সত্বেও সূর্যাস্তের পর এই বিচে তেমন কাউকে দেখা যায় না|  তার কারণ এই বিচটি হলো ভারতের সব থেকে ভয়ঙ্কর বিচ|  এখানকার বালির রং বাকি বিচগুলির মতো সাদা নয়, এখানকার বালির রং কালো|  জনমত অনুযায়ী এই জায়গাটি আগে হিন্দুদের শ্মশান ছিল|  এখানেই মৃত্যুর পর হাজার হাজার শবদেহ দাহ করা হতো|  সেইসব
ছাই বালির সাথে মিশে বালির রং কালো হয়ে গিয়েছে|     সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই এই বিচ থেকে ভয়ঙ্কর সব আওয়াজ ভেসে আসে, বহু ছায়ামূর্তিকে বিচ এ বসে থাকতে দেখা যায়|  কখনো বা সাদা ছায়াকে বিচ এ হাঁটতে দেখা যায়|  লোকমতে, অতৃপ্ত আত্মারা এই বিচে সারারাত ধরে ঘুরে বেড়ায়|  রাত্রে এই বিচ দেখতে বেরিয়ে বহু পর্যটক নিখোঁজ হয়ে গিয়েছেন, এইসব ঘটনাগুলির সন্তোষজনক ব্যাখ্যা কারো কাছে নেই|  একবার এক পর্যটককে এই বিচে রহস্যজনকভাবে  মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়|  তার জিভটা আশ্চর্যজনকভাবে বাইরের দিকে বের করা ছিলো|  রাতের বেলা এই বিচে কুকুর ছাড়া অন্য কোনো প্রাণী তেমনভাবে দেখা যায় না|কখনো কখনো বিচের সমস্ত কুtকুর একদিকে মুখ করে আশ্চর্যজনকভাবে চিৎকার করতে থাকে|  এখানকার লোকেদের মতে কুকুরদের এই চিৎকার নাকি আত্মাদের আসার লক্ষণ|  ভারতের ১০টি সবথেকে ভয়ঙ্কর ভুতুড়ে জায়গার মধ্যে এই 'দুমাস বিচ' অন্যতম|

..............................................................................................................................

Sea beach stands for freshness and joyfulness. To get rid of all year round boredom we always arrange a trip plan to a beach or a hill station. Many of us loves beach. The fresh air of a beach is full with a lot of positive energy. But have you ever heard about a beach where you feel a strange negativeness and loneliness? Do you ever feel, wind of a beach full of the sighs of insatiable souls? Today we will know about this type of a horrible beach which made itself the most haunted  beach of India. In the state Gujrat, 21 km far from Surat, there is a beach of Arabian Sea called 'Dumas Beach'. Normally it is a popular tourist destination. Many tourists comes here everyday and they enjoy. But these everything happens in daytime. After sunset no one dare to go to the beach. Paranormal activities are getting increased with the time of night.
A lot of weird sounds
comes from the beach. Many people have seen some white figures walking around the beach. The color of this beach is also not normal like other beaches. Color of the sand is black, which made this beach more mysterious and horrible. According to folklore, many years ago this beach was a burial ground Hindus. Thousands of bodies are cremated here. The ashes of those bodies has been mixed with the sands. That is why the sands are black. Those insatiable ghosts roam here at night. Many people are missing from those tourists who dare to walk at night on this beach. No one ever found them. Dead body of a tourist was found on the beach. His tongue was popping out horribly. Sometime at night all dogs of this beach start barking continuously. The strange thing is they all faces in a particular direction. Local people says that it is the signal of ghost's presence. With this facts this haunted 'Dumas Beach' got a place in the top 10 haunted place in India.

কোয়েম্বায়া সভ্যতার এরোপ্লেন রহস্য (Airplane Mystery of Quimbaya Civilization)

⇓ SCROLL DOWN TO READ THIS ARTICLE IN ENGLISH  ⇓ এরোপ্লেন কতদিন আগে তৈরী হয়েছিল?  ১৯০৩ সালে রাইট ব্রাদার্স প্রথম এরোপ্লেন কে আকাশে উড...